ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১৩ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিনিয়োগকারীরা ছুটছেন লাইফ ইন্স্যুরেন্স শেয়ারে

প্রকাশিত: ১৫:৪৮, ১৭ নভেম্বর ২০২২

বিনিয়োগকারীরা ছুটছেন লাইফ ইন্স্যুরেন্স শেয়ারে

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে টাকার অংকে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। এদিন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিলো লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি ছিলো জীবন বিমা কোম্পানি।

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিলো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২১৭ বারে ১৩ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে ছিলো পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৩৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

সোনালী আঁশ লিমিটেড ছিলো তালিকার তৃতীয় স্থানে। আজ কোম্পানিটির ৬৪ টাকা ২০ পয়সা বা ৮.৬৫ শতাংশ বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, আমরা টেকনোলজি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।