Biz Tech 24 :: বিজ টেক ২৪

তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৪, ১৬ অক্টোবর ২০২১

তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- প্রকৌশল খাতের বিবিএস ক্যাবলস, বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল ও এস্কয়ার নিট লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, বিবিএস ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

বস্ত্র খাতের আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

বস্ত্র খাতের আরেক কোম্পানি এস্কয়ার নিট লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।