ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মুনাফা মাত্র ৬ পয়সা, দুই মাসে দাম বেড়েছে ৬৮ শতাংশ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৫, ৩১ আগস্ট ২০২১

মুনাফা মাত্র ৬ পয়সা, দুই মাসে দাম বেড়েছে ৬৮ শতাংশ

২০২০-২১ হিসাব বছরের প্রথম নয় মাসে শেয়ারপ্রতি মাত্র ৬ পয়সা মুনাফা করলেও গত দুই মাসে শেয়ার দাম বেড়েছে ১৪৩ টাকা ১০ পয়সা বা ৬৮ শতাংশ। অস্বাভাবিক এই দাম বৃদ্ধির কারনে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডকে নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ২৯ আগস্ট কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৭ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ২১০ টাকা। যা টানা বেড়ে ২৯ আগস্ট লেনদেন শেষে দাঁড়ায় ৩৫৩ টাকা ১০ পয়সা। অর্থাৎ দুই মাসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৪৩ টাকা ১০ পয়সা বা ৬৮ শতাংশ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ কবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে সে সংক্রান্ত তথ্য ডিএসইর ওয়েবসাইটে নেই। তবে ২০২০-২১ হিসাব বছরের প্রথম নয় মাসের ব্যবসায় আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে মাত্র ৬ পয়সা।