ঢাকা     ২৪ এপ্রিল ২০২৪ ||  ১১ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ফের বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ৭৩ হাজার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৩, ২৩ মে ২০২১

ফের বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ৭৩ হাজার

আবারও বাড়লো সোনার দাম। আজ রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম বাড়ছে ২ হাজার ৪১ টাকা। এর ফলে ২২ ক্যারেটের (ভালো মানের) প্রতি সোনার দাম পড়বে ৭৩ হাজার ৪৮৩ টাকা।

এর আগে গত ১০ মে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছিল। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ভরিতে বাড়লো প্রায় সাড়ে ৪ হাজার টাকা। গত বছরের ৬ আগস্ট দেশে সোনার দাম সর্বোচ্চ ভরিতে ৭৭ হাজার ২১৬ টাকা উঠেছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।

নতুন দাম, অনুসারে ২২ ক্যারেটের ১ ভরি সোনার অলংকার কিনতে খরচ হবে ৭৩ হাজার ৪৮৩ টাকা। ২১ ক্যারেটের দাম পড়বে ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২৬৩ টাকায়।

এর আগে সর্বশেষ দাম অনুযায়ী, ২২ ক্যারেটের দাম ছিল ৭১ হাজার ৪৪২ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৪৯ হাজার ২২২ টাকায়। তবে বাড়েনি রুপার দাম। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।