ঢাকা     ৩১ আগস্ট ২০২৫ ||  ১৬ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

টানা ৫ বার বাড়ার পর কমলো সোনার দাম

প্রকাশিত: ১৫:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

টানা ৫ বার বাড়ার পর কমলো সোনার দাম

অবশেষে কমলো সোনার দাম। চলতি মাসে টানা পাঁচ বার বাড়ানোর পর এবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আজ (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২০ দিনে টানা পাঁচ বার সোনার দাম বাড়ানো হয়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরির দাম পড়বে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।