
রংপুরের মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে বন্ধ হওয়া নর্থ বেঙ্গল জুট মিলস আবারো চালু হচ্ছে। পরিবেশবান্ধব পণ্য তৈরি করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছেন চারজন স্বপ্নবাজ তরুণ ব্যবসায়ী।
প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ রপ্তানিমুখী নর্থ বেঙ্গল জুট মিলস লিমিটেড পাটের সুতা তৈরি করে সেই সুতা দিয়ে বস্তাসহ বিভিন্ন পণ্য তৈরি করে রপ্তানি করবে। একই সাথে পরিবেশ বান্ধব হস্তশিল্প ও নকশীকাঁথাও তৈরি করে বিদেশে রপ্তানি করা হবে।
প্রাথমিকভাবে প্রায় তিনশ মানুষের কর্মসংস্থান হবে এই প্রতিষ্ঠানে। পরবর্তীতে ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পাবে। এখানে পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য তৈরি করে সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়ন ঘটানোই লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ অক্টোবর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় নর্থ বেঙ্গল জুট মিলস। সে সময় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন প্রতিষ্ঠানটির তৎকালিন মালিক।