ঢাকা     ২৮ আগস্ট ২০২৫ ||  ১২ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাজারে আসছে অ্যাটলাস বাংলাদেশের ই-স্কুটার ও ই-বাইক

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২৫ মে ২০২৫

আপডেট: ১৬:৪৯, ২৫ মে ২০২৫

বাজারে আসছে অ্যাটলাস বাংলাদেশের ই-স্কুটার ও ই-বাইক

আগামী আগস্টের মধ্যেই বৈদ্যুতিক যানবাহনের (ইভি) বাজারে প্রবেশ করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ব অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। এরইমধ্যে চীনের ঝেজিয়াং লুইয়ুয়ান ইলেকট্রিক ভেহিকলের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় চীন থেকে যন্ত্রাংশ ও কারিগরি সহায়তা সংগ্রহ করবে অ্যাটলাস। 

চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক স্কুটার ও বাইক প্রস্তুতকারক ঝেজিয়াং লুইয়ুয়ানের কাছ থেকে আমদানি করে অ্যাটলাস বাংলাদেশ প্রাথমিকভাবে চারটি ইভি মডেল সংযোজন করবে।

আমদানিকৃত যন্ত্রাংশ দিয়ে নিজেদের ব্র্যান্ড ‘অ্যাটলাস ইভি’র নামে ইলেকট্রিক স্কুটার ও বাইক তৈরি বা সংযোজন করবে প্রতিষ্ঠানটি। পণ্যগুলো বাজারজাত করা হবে কোম্পানির বিদ্যমান ডিলার নেটওয়ার্কের মাধ্যমে। 

শনিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক ডিসক্লোজারে এ তথ্য জানানো হয়।

এ ঘোষণার পরই অ্যাটলাসের শেয়ারের দাম ৯.৯৮ শতাংশ বেড়ে প্রতি শেয়ারের মূল্য ৫৭ টাকা ৩০ পয়সায় পৌঁছায়।

অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান বলেন, ‘এই অংশীদারত্ব আমাদের জন্য কৌশলগত পরিবর্তন। আগস্টের মধ্যেই আমরা আমদানিকৃত যন্ত্রাংশ দিয়ে সংযোজিত ইভি বাজারে আনব এবং ধীরে ধীরে কিছু যন্ত্রাংশ নিজস্ব কারখানাতেই উৎপাদন করব।’

বাছাইকৃত চারটি ইভি মডেলের দাম পড়বে এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে।