ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১৩ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চার কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বৃদ্ধি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫০, ২১ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২১:১৪, ২১ সেপ্টেম্বর ২০২২

চার কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বৃদ্ধি

সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তবে অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিগুলো। কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোড লিমিটেড।

ওরিয়ন ইনফিউশন: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর মাত্র দেড় মাসে বেড়েছে ৪৫৭ শতাংশ। এর মধ্যে গত পাঁচ কার্যদিবসে বেড়েছে প্রায় ৪৮ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে। তবে এ শেয়ারদর বৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি।

চলতি বছরের ২৮ জুলাইয়ের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর। এ নিয়ে কোম্পানিটিকে গত মাসে তিনবার কারণ দর্শানো চিঠি দেয় ডিএসই। প্রতিবারই কোম্পানিটি জানিয়েছে এর পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ২৮ জুলাইয়ের পর থেকে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৭৮ টাকা ৪০ পয়সা বা ৪৫৭ শতাংশ। এ সময়ের মধ্যে শেয়ারটির দর ১০৪ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৫৮৩ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। এর মধ্যে গত পাঁচ কার্যদিবসে বেড়েছে ১৮৭ টাকা ৮০ পয়সা বা ৪৭ দশমিক ৫১ শতাংশ। যে কারণে ডিএসই কোম্পানিটির কাছে সর্বশেষ কারণ দর্শানো নোটিস পাঠায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১২ পয়সায়।

আজিজ পাইপস: চলতি বছরের ১২ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৬ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৩১ টাকা ৮০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫ টাকা ৮০ পয়সা বা ৩৭ দশমিক ২৯ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৬ লাখ ৬১ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে।

বিকন ফার্মাসিউটিক্যালস: চলতি বছরের ১৩ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮৮ টাকা ৭০ পয়সা। গত সোমবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৭৯ টাকা ২০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯০ টাকা ৫০ পয়সা বা ৩১ দশমিক ৩৫ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ১৮ টাকা ২০ পয়সা কমেছে। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৬ লাখ ৬১ হাজার ৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ৫ লাখ ৩৮ হাজার ৯২৭টি।

বাংলাদেশ ওয়েল্ডিং: চলতি বছরের ২৪ আগস্টের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা ১০ পয়সা। গত সোমবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৩ টাকা ৬০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৫০ পয়সা বা ৫৯ দশমিক ২৪ শতাংশ। তবে গতকাল শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা কমেছে।