Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৯, ২ সেপ্টেম্বর ২০২১

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারও সব ধরনের মূল্য সূচকের রেকর্ড উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে এখন পরযন্ত সর্বোচ্চ উত্থান। এখন সূচকটি আর মাত্র ১৯ পয়েন্ট বাড়লেই ৭ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করবে।

ডিএসইতে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিলো সমতা লেদার কমপ্লেক্স, প্রিমিয়ার সিমেন্ট, ডমিনেজ স্টিল, দেশবন্ধ পলিমার ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায় এসব কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

বেলা ১টা ৭ মিনিট পর্যন্ত সমতা লেদারের স্ক্রিনে ১ লাখ ৯৫ হাজার ৪৪৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে প্রিমিয়ার সিমেন্টের স্ক্রিনে ৬০ হাজার ৬৮০টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এসময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯১ টাকা দরে লেনদেন হয়। একই সময়ে ডমিনেজ স্টিল, দেশবন্ধ পলিমার ও তাল্লু স্পিনিং মিলসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলোনা।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৭ কোটি ৯৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।