ঢাকা     ১৮ সেপ্টেম্বর ২০২৫ ||  ৩ আশ্বিন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইভ্যালির রাসেল-শামীমার প্রতারণা মামলায় ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১৬:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ইভ্যালির রাসেল-শামীমার প্রতারণা মামলায় ৩ বছরের কারাদণ্ড

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত প্রতিজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেন। নির্ধারিত জরিমানা পরিশোধ না করলে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভেঙেছেন। যা এটি গুরুতর অপরাধ। এ রায়ের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যূনতম হলেও ন্যায়বিচারের স্বাদ পেলেন। তিনি আরও যোগ করে বলেন, এ রায় যথেষ্ট নয়, ভুক্তভোগীদের ক্ষতি পূরণে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

প্রতারণার অভিযোগে এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মো. আবুল কালাম আজাদ। ২০২৩ সালের ৭ ডিসেম্বর ঢাকার আদালতে দায়ের করা এ মামলায় তিনি অভিযোগ করেন, ইভ্যালি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে। আজাদ জানান, কোম্পানির ফেসবুক পেজে বিজ্ঞাপন দেখে তিনি ১১টি মোটরসাইকেল কেনার জন্য মোট ২৩ লাখ টাকা পরিশোধ করেন। প্রতিশ্রুতি অনুযায়ী ৭ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও ইভ্যালি তা করেনি।

মামলার নথিতে বলা হয়, ইভ্যালি ভুয়া প্রতিশ্রুতির মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে এবং গ্রাহকদের সাথে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে। মামলার প্রেক্ষিতে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয় এবং পরবর্তীতে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইভ্যালি চমকপ্রদ অফার ও আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় আসে। তবে গ্রাহকের টাকা ফেরত না দেওয়া ও প্রতিশ্রুত পণ্য ডেলিভারি না করার অভিযোগে সংস্থাটি বিতর্কিত হয়ে পড়ে।