চলতি প্রান্তিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। বিভিন্ন সংগঠনের কাছ থেকে আসা বিলিয়ন বিলিয়ন ডলারের সুবাদে এটি সম্ভব হয়েছে।
এছাড়া দুই বছর আগে ক্ষমতায় আসা তালেবান গোষ্ঠীও আফগানিকে শক্তিশালী রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ করা। পাশাপাশি দেশের বাইরে থেকে মার্কিন ডলার নিয়ে যাওয়ার ওপরও বিধিনিষেধ আরোপ করেছে। তালেবান অনলাইন বাণিজ্যও অবৈধ ঘোষণা করেছে।
মুদ্রা নিয়ন্ত্রণ, নগদ অর্থের প্রবার ও রেমিট্যান্সের কারণে চলতি প্রান্তিকে আফগানির মান ৯ শতাংশ বেড়েছে। এটি কলম্বিয়ার মুদ্রা পেসো থেকে ৩ শতাংশ বেশি। এ নিয়ে চলতি বছর আফগানির মান ১৪ শতাংশ বাড়ল। সেই হিসাবে এ বছর কলম্বিয়া ও শ্রীলঙ্কার পরই বিশ্বের তৃতীয় সেরা মুদ্রা হচ্ছে আফগানি।
জাতিসংঘের হিসাবে এ বছরে আফগানিস্তানের ৩.২ বিলিয়ন ডলার প্রয়োজন। এখন পর্যন্ত তারা দেশটিতে ১.১ বিলিয়ন ডলার পাঠিয়েছে। গত বছর দেশটিতে প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করেছিল সংস্থাটি।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ২-৩ শতাংশের মধ্যে থাকবে। এ অবস্থায় আর্থিক সংকটে থাকা তালেবান প্রশাসন দেশটির সমৃদ্ধ খনিজ সম্পদে বিনিয়োগ খুঁজছে।