ঢাকা     ০৮ অক্টোবর ২০২৪ ||  ২৩ আশ্বিন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আইসিটি উন্নয়ন সূচকে এখনো পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ৮ জুলাই ২০২৪

আইসিটি উন্নয়ন সূচকে এখনো পিছিয়ে বাংলাদেশ

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) সূচকগুলোয় সমমানের অর্থনীতির দেশের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। এ ছাড়া সূচকে অগ্রগতির বৈশ্বিক যে গড়, তাতেও বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স অনুসারে, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীবদ্ধ। বৈশ্বিক গড় এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলির গড় স্কোর দুটোতেই বাংলাদেশর কম। সূচকে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটানের পরেই রয়েছে বাংলাদেশ। প্রতিবেশীদের মধ্যে শুধু পাকিস্তানই বাংলাদেশের থেকে কিছুটা পিছিয়ে। সূচকে ভারত অন্তর্ভুক্ত নয়।

বাংলাদেশ এই বৈশ্বিক ডিজিটাল সূচকে ১০০-এর মধ্যে ৬২ স্কোর করেছে, যা আইসিটি অগ্রগতিতে অনেক পেছনে ফেলেছে। সূচকে ১০টির মধ্যে ৭টিতে নিম্ন মধ্যম আয়ের দেশগুলির জন্য বাংলাদেশের গড় স্কোর কম।

বাংলাদেশ মোবাইল নেটওয়ার্ক কভারেজে (3G এবং 4G) ভাল পারফর্ম করলেও মোবাইল ইন্টারনেট ট্রাফিক সাবস্ক্রিপশনে নিম্ন মধ্যম আয়ের দেশগুলির গড় সূচককে ছাড়িয়ে গেছে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটি এখনও পিছিয়ে রয়েছে।

বাংলাদেশে ব্যক্তিদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার ৩৮.৯ শতাংশ, এবং ৩৮.১ শতাংশ পরিবারের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে।