ঢাকা     ২৭ জুলাই ২০২৪ ||  ১২ শ্রাবণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

কারণ ছাড়াই বাড়ছে যেসব কোম্পানির শেয়ারদর

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৩

কারণ ছাড়াই বাড়ছে যেসব কোম্পানির শেয়ারদর

কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য না থাকলেও সাম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে।

কোম্পানি তিনটি হলো, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৪ আগস্ট ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর ছিল ৬৬ টাকা ২০ পয়সা। সবর্শেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯১ টাকা ৯০ পয়সা। শেয়ারদরের পাশাপাশি কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

এদিকে গত ২৪ আগস্ট ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৩৮ টাকা ১০ পয়সা। এর পর থেকে কোম্পনিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়। শেয়ারদরের পাশাপাশি কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

উপরের দুই কোম্পানির মতো কর্ণফুলী ইন্স্যুরেন্সের বাজার দরও  উর্দ্ধমুখি। গত ২৪ আগস্ট কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৩০ টাকা ৫০ পয়সা। এর পর থেকে কোম্পনিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা ৯০ পয়সায়।