ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১৩ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সূচকের উত্থানে আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০২, ১০ নভেম্বর ২০২১

সূচকের উত্থানে আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০১ টির, দর কমেছে ৪৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

ডিএসইতে এক হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৬ কোটি ৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার।

এদিন বিনিয়োগকারিদের আগ্রহের শীর্ষে ছিলো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, ইউনিয়ন ক্যাপিটাল, এডিএন টেলিকম, ডেল্টা স্পিনার্স ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।