ঢাকা     ২০ এপ্রিল ২০২৪ ||  ৭ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

তদন্তের খবরে দরপতনের শীর্ষে তমিজউদ্দিন, পেপার প্রসেসিং

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

তদন্তের খবরে দরপতনের শীর্ষে তমিজউদ্দিন, পেপার প্রসেসিং

পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) থেকে মূল বোর্ডে ফেরত আসা ৪ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয় খতিয়ে দেখবে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর এ খবরেই মঙ্গলবার ডিএসইতে দরপতনের শীর্ষে উঠে আসে তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৭ টাকা ৫০ পয়সা  বা ৯.৭০ শতাংশ কমেছে।

মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ১৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৪৪ বারে ২৩ হাজার  ৭৭৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১ টাকা পয়সা বা ৪.৮১ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৭ টাকা ৬০ পয়সা বা ৮.১৫ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো  হচ্ছে- জুট স্পিনার্স, বিডি মনোস্পুল পেপার, এএমসিএল প্রাণ, ফার্মা এইডস, লিন্ডেবিডি, অ্যাপেক্স ট্যানারি ও বিডি ল্যাম্পস লিমিটেড।

পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোমবার ডিএসইকে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং মুন্নু ফেব্রিকসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয় খতিয়ে দেখতে নির্দেশ দেয়।

বিএসইসির নির্দেশনায়, মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখার পাশাপাশি কোম্পানি ৪টির প্রকৃত অবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে ডিএসইকে। আগামী ২০ কার্যদিবসের মধ্যে বিএসইসির কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ডিএসইকে সময় বেঁধে দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, মূল মার্কেটে ফেরার পর আলোচিত কোম্পানি ৪টির শেয়ারের মূল্য অনেক বেড়েছে। এতটা মূল্য বৃদ্ধি স্বাভাবিক নয় বলে মনে হচ্ছে। তাই বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দেয়া হয়েছে।