ঢাকা     ৩০ এপ্রিল ২০২৫ ||  ১৭ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিলাসবহুল পণ্যে শুল্ক বাড়ানোর পরামর্শ আইএমএফ’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:০১, ৯ এপ্রিল ২০২৫

বিলাসবহুল পণ্যে শুল্ক বাড়ানোর পরামর্শ আইএমএফ’র

বিলাসবহুল পণ্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

চলতি অর্থবছরের বাকি সময়ে এবং আগামী অর্থবছরের জন্য রাজস্ব আহরণে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা অর্জনের শর্ত দিয়েছে ঋণদাতা সংস্থাটি। শর্ত অনুযায়ী বাংলাদেশকে এ অর্থবছরের বাকি সময়ে প্রতি মাসে প্রায় ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে।

তবে, প্রস্তাবিত কর বৃদ্ধির বিষয়টি কেবল আমদানি পর্যায়ে প্রযোজ্য হবে না-কি বিলাসবহুল পণ্যের আমদানি ও অভ্যন্তরীণ উভয় পর্যায়েই প্রযোজ্য হবে—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি সংস্থাটি।

এসবের পাশাপাশি আইএমএফ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের কাছে সরকারি বিনিয়োগ কেন কমছে, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

সোমবার (৭ এপ্রিল) ঢাকায় এনবিআরের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সফররত আইএমএফ প্রতিনিধিদল আর্থিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

বর্তমানে, দেশে বিলাসবহুল যানবাহনের ওপর আমদানি শুল্ক সর্বোচ্চ ৮০০ শতাংশ পর্যন্ত হতে পারে—যা বৈশ্বিক পর্যায়ে অন্যতম সর্বোচ্চ হার। একইভাবে, মদ ও সিগারেটের ওপর সর্বোচ্চ আমদানি শুল্ক ৬০০ শতাংশ পর্যন্ত উঠতে পারে।

বিলাসবহুল পণ্যের শ্রেণিভুক্ত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রসাধনী, গয়না, ব্র্যান্ডেড পোশাক, জুতা, কিছু ইলেকট্রনিক গ্যাজেট এবং সাজসজ্জার সামগ্রী।

বৈঠকে ছয় সদস্যের আইএমএফ দল সুপারিশ করেছে যে, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে বিদ্যমান ভ্যাট ও আয়কর ছাড় পর্যায়ক্রমে প্রত্যাহার করা উচিত। তারা সর্বত্র ১৫ শতাংশ হারে একটি আদর্শ ভ্যাট হার প্রবর্তনের পাশাপাশি বিদ্যমান ন্যূনতম কর ব্যবস্থাও বাতিল করার প্রস্তাব দিয়েছে।