ঢাকা     ৩০ আগস্ট ২০২৫ ||  ১৫ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

রেমিট্যান্স-রপ্তা‌নি আয়ে ডলারের দাম বাড়িয়ে পুন:নির্ধারণ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৫, ৩১ আগস্ট ২০২৩

আপডেট: ২০:৫০, ২ সেপ্টেম্বর ২০২৩

রেমিট্যান্স-রপ্তা‌নি আয়ে ডলারের দাম বাড়িয়ে পুন:নির্ধারণ

ডলা‌রের দাম আরো বাড়িয়ে পুন:নির্ধারণ করা হয়েছে। রপ্তানিকারকরা প্রতি ডলারের জন্য ১০৯ টাকা ৫০ পয়সা পা‌বেন। এতদিন যা ছিল ১০৮ টাকা ৫০ পয়সা। আর রেমিট্যান্স বা প্রবাসী আ‌য়ের দাম ৫০ পয়সা বা‌ড়ি‌য়ে ১০৯ টাকা ৫০ পয়সা করা হ‌য়ে‌ছে। এছাড়া আমদানিতে ডলারের দর ধরা হয়েছে ১১০ টাকা। আগে যা ‌ছিল ১০৯ টাকা ৫০ পয়সা।

বৃহস্পতিবার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ সিদ্ধান্ত আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে।

ব্যাংকাররা জানান, অনেক দিন ধ‌রে রপ্তানি ও রেমিট্যান্সের ডলার রেট এক করার চেষ্টা চল‌ছিল। এখন থে‌কে এটা কার্যকর হ‌বে। আগামীকাল থে‌কে প্রবাসী আয় ও রপ্তানি বিল নগদায়নে ডলার রে‌টে কো‌নো পার্থক্য থাক‌বে না। প্রতি ডলারের রেট হ‌বে ১০৯ টাকা ৫০ পয়সা। এতে করে রপ্তানিকারকরা আরও উৎসাহিত হবেন।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তঃব্যাংকে ডলার লেনদেন হচ্ছে ১০৯ টাকা ৫০ পয়সা। আর খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল ১১৭ থেকে ১১৮ টাকা।