ঢাকা     ১৪ জুন ২০২৫ ||  ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭.১০ শতাংশ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২১:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩

দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭.১০ শতাংশ

প্রাক্কলন অনুযায়ী না হলেও চূড়ান্তভাবে গত অর্থবছরে দেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ১০ শতাংশ হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। অপরদিকে ৩১ ডলার কমে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ ডলার।

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত অর্থবছরের চূড়ান্ত এই হিসাব প্রকাশ করেছে। বিবিএস জানায়, চূড়ান্তভাবে বছরওয়ারি ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ১০ শতাংশ হয়েছে। এর আগে করোনা সংকটে ২০১৯-২০ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ। কৃষি, সেবা ও শিল্পখাত মিলিয়ে মাথাপিছু আয়ের হিসাব করা হয়। তবে ছয় মাসে সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে দেশের মাথাপিছু আয়ের হিসাব ২ হাজার ৮২৪ মার্কিন ডলার থেকে সংশোধন করে ২ হাজার ৭৯৩ ডলারে আনা হয়েছে। এছাড়া, জিডিপির আকার ২০২১-২২ অর্থবছরে বেড়ে ৪৬০ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছর ছিল ৪১৬ দশমিক ২৬ বিলিয়ন।

গত বছরের ১০ মে সাময়িক হিসাব প্রকাশ করা হয়েছিল। ২০২১-২২ অর্থবছর শেষ হয়েছে ২০২২ সালের ৩০ জুন। সাত মাসের বেশি সময় পার হওয়ার পর রোববার জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ ওই অর্থবছরের অর্থনীতির অন্যান্য সূচকের চূড়ান্ত হিসাব প্রকাশ করলো পরিসংখ্যান ব্যুরো।

premierbankltd