ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১৩ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দুই বছরে উবারের লোকসান ১৫শ কোটি ডলার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২১

দুই বছরে উবারের লোকসান ১৫শ কোটি ডলার

বিশ্বজুড়ে চলা মহামারির নেতিবাচক প্রভাব পড়েছে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবারের ব্যবসার ওপর। করোনা মহামারির বছরে ৬৮০ কোটি ডলার লোকসান গুনেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৯ সালে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ৮৫০ কোটি ডলার। ওই বছর উবার খরচ কমাতে বেশ কিছু পদক্ষেপ নেয়।

২০২০ সালের শেষ তিন মাসে উবারের লোকসান হয়েছে ৯৬ কোটি ডলার। শেয়ারের জন্য ক্ষতিপূরণ দিতে হয়েছে ২৩ কোটি ডলার, অথচ ২০১৯ সালে শেয়ারে লোকসান বাবদ ক্ষতিপূরণ দিতে হয়েছিল ১১০ কোটি ডলার। উবারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নেসলস চাই বলেন, ২০২১ সালে মুনাফার লক্ষ্য নিয়েই মাঠে নামছে প্রতিষ্ঠানটি।

তবে উবারের ব্যবসা উবার ইটস মহামারির সময় বেশ জমজমাট ছিল। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে উবার ইটসের আয় হয়েছে ১৪০ কোটি ডলার, বছর ব্যবধানে আয় বেড়েছে ২২৪ শতাংশ। তবে রাইড শেয়ারে আয় গেল বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫২ শতাংশ, আয় হয়েছে ১৫০ কোটি ডলার।

ডেলিভারি পোর্টফোলিও শক্তিশালী করতে কয়েক মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে উবার। গেল সপ্তাহে অ্যালকোহল ডেলিভারি স্টার্ট আপ ড্রিজলি চালু করেছে উবার। তবে স্বয়ংক্রিয় গাড়ি ফ্লাইং ট্যাক্সি ডিসেম্বরে বন্ধ করে দিয়েছে উবার। মহামারির সময় খরচ কমাতে ২৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।