
চীনা ভিডিও স্টিমিং প্ল্যাটফর্ম টিকটককে টেক্কা দিতে সম্প্রতি ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করে আয় করার সুযোগ করে দিয়েছে ইউটিউব। আর এই ১৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে লাখ টাকা আয় করতে শুরু করেছেন ক্রিয়েটররা।
আগামী মাসের শুরু থেকেই ইউটিউব শর্টস মনিটাইজেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে শর্টস ভিডিও থেকে রোজগার করতে মানতে হবে বেশ কিছু শর্ত। এজন্য ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেয়া বাধ্যতামূলক। শর্তাবলী না মানলে ইউটিউব শর্টস থেকে আয় করা যাবে না।
ইউটিউবের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, অন্যান্য ইউটিউব ভিডিও থেকে যেমন আয় করা যায় তেমনি ১৫ সেকেন্ডের ভিডিও আপলোড করে শর্টস থেকে আয় করা যাচ্ছে।
মূলত ৩টি বিষয়ের উপরে নির্ভর করে ইউটিউব শর্টস থেকে আয় করা যায়। প্রথমত চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হতে হবে। দ্বিতীয়ত দর্শকরা শর্টস ভিডিওগুলো কতক্ষণ দেখছেন তার উপরে আয় নির্ভর করবে। যত বেশি ভিডিও ভিউ হবে তত বেশি আয় হবে।