ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১৩ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ISO সনদ পেলো এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ৩ জানুয়ারি ২০২৩

ISO সনদ পেলো এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড

বাংলাদেশের সর্বাধিক বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের ফ্যাক্টরি এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোয়ালিটি ম্যানেজম্যান্ট এবং এনভায়রনম্যান্ট ম্যানেজম্যান্ট এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আই এস ও ৯০০১ : ২০১৫ (ISO9001:2015) এবং আই এস ও ১৪০০১: ২০১৫ (ISO14001:2015) সনদ অর্জন করেছে।

ইউনাইটেড এ্যাক্রিডেশন ফাউন্ডেশন (UAF) এর আওতায় টিএনভি সার্টিফিকেশন প্রাইভেট লিমিটেড এর বাংলাদেশ এজেন্ট হারমিটেজ অফ ম্যানেজম্যান্ট এন্ড স্টানডার্ডস (HMS) লিমিটেড এডিসন ইন্ডাস্ট্রিজে অডিট পরিচালনা করেছে এবং UAF এর স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়ালিটি ম্যানেজম্যান্ট এবং এনভায়রনম্যান্ট ম্যানেজম্যান্ট এর উপর এই সনদ পায় এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরিতে সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডাইরেক্টর জাকারিয়া শাহিদের হাতে ISO এর সনদপত্র তুলে দেন HMS লিমিটেড এর চীফ কনসালটেন্ট, লীড অডিটর এবং লীড টিউটর ইঞ্জিনিয়ার মোঃ রুবেল মিয়া। এসময় উভয় প্রতিষ্ঠান এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।