ঢাকা     ২৭ এপ্রিল ২০২৪ ||  ১৪ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

যেসব প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২১

যেসব প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার যেসব প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিলো তার প্রথম তালিকায় রয়েছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৮.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ৩ হাজার ২২ বারে ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে ছিলো স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৭  শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

বিনিয়োগকারীদের আগ্রহের তালিকার তৃতীয় স্থানে ছিলো এনভয় টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৬.৪৪ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, কাশেম ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, পেনিনসুলা, অ্যাক্টিভ ফাইন ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।