ঢাকা     ২৬ জুলাই ২০২৫ ||  ১০ শ্রাবণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে নতুন পে কমিশন গঠন

প্রকাশিত: ১৬:১৯, ২৪ জুলাই ২০২৫

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে নতুন পে কমিশন গঠন

জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার। 

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে নতুন এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বেতন কমিশন আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন–ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।