ঢাকা     ২৭ জুলাই ২০২৪ ||  ১২ শ্রাবণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

কল মানি রেট ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৯, ২৮ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:৩৮, ৩১ জানুয়ারি ২০২৪

কল মানি রেট ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

নীতি সুদহার বাড়ানোর পরও ১২ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এক ব্যাংকের অন্য ব্যাংক থেকে এক দিনের জন্য সুদে টাকা ধারের হার (কল মানি রেট)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার (২৮ জানুয়ারি) কল মানিতে ৩ হাজার ২৫১ কোটি টাকা ধার নেয় দেশের ব্যাংকগুলো। এই চাহিদার ফলে কল মানি বাজারে গড় সুদহার পৌঁছায় ৯.৬০ শতাংশে। ২০১৩ সালের পর যা সবচেয়ে বেশি। এর আগে, ২০১২ সালে কল মানিতে গড় সুদহার হয়েছিল ১২.৮২ শতাংশ।

কল মানি সুদহার এভাবে বাড়ার বেশকিছু কারণ উল্লেখ করেছেন ব্যাংক সংশ্লিষ্টরা। তাদের মতে অর্থনৈতিক গতিমন্থরতার কারণে ধার নেয়া এখন কঠিন হয়ে উঠছে। একইসঙ্গে উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের সঞ্চয় কমছে। তার ওপর এখন আমানতে বেশি সুদ দিতে হচ্ছে। নীতি সুদহার বাড়ানোর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর তহবিল নেওয়ার সুদও বেড়েছে।

নীতি সুদহার বাড়ানোয় ব্যাংকগুলোর আমানত সম্প্রতি বাড়লেও- আমানতের বিপরীতে ব্যাংগুলোর ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। এজন্যও তারা উচ্চ সুদে অন্য ব্যাংক থেকে ধার করতে বাধ্য হচ্ছে।