ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

রেকর্ড উচ্চতায় যেতে পারে স্বর্ণের দাম

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ২০ আগস্ট ২০২২

আপডেট: ২১:২৯, ২১ আগস্ট ২০২২

রেকর্ড উচ্চতায় যেতে পারে স্বর্ণের দাম

বিশ্বে মূল্যস্ফীতি চলমান থাকায় আগামী বছর স্বর্ণের দাম প্রতি আউন্স দুই হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন অস্ট্রেলিয়ার মাইনিং প্রতিষ্ঠান ইভল্যুশন মাইনিং লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান জেক ক্লেইন। ব্লুমবার্গের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মাইনিং ডট কম।

জেক ক্লেইন বলেন, ইভল্যুশনের বার্ষিক মোট আয় ৬ শতাংশ কমে ২২ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে। ২০২৩ অর্থবছরে তাদের উৎপাদন ১২ দশমিক ৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

চলতি বছর স্বর্ণের দাম কমে ৪ শতাংশ, কারণ এ সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি আরো কঠোর করে। ফেডের আরেক দফা সুদহার বৃদ্ধির সম্ভাবনায় স্বল্পমেয়াদে স্বর্ণের দাম কমতে পারে। বৃহস্পতিবার স্পট বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে প্রতি আউন্স ১ হাজার ৭৬৫ দশমিক ৩০ ডলারে।

২০২০ সালের আগস্টে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তখন প্রতি আউন্সের স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ হাজার ৭৫ দশমিক ৪৭ ডলারে। চলতি বছরেও দাম এই পরিমাণের কাছাকাছিই প্রায় পৌঁছে যায়, পরে দ্বিতীয় প্রান্তিকের দিকে সেটা কমে আসে।