ঢাকা     ০৯ ডিসেম্বর ২০২৪ ||  ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

‘সেবামান ও পরিচ্ছন্নতায় মাদানী হসপিটাল সেবাপ্রার্থীদের আস্থার ঠিক

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ৮ জুলাই ২০২৪

‘সেবামান ও পরিচ্ছন্নতায় মাদানী হসপিটাল সেবাপ্রার্থীদের আস্থার ঠিক

মাদানী হসপিটাল লিমিটেড এর বৃহৎপরিসরে ইনডোর, আইসিইউ ও এনআইসিইউ সেবা উদ্বোধন উপলক্ষে ৭ জুলাই রবিবার সকালে হাসপাতালের রিসিপশন ফ্লোরে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব মাঈন উদ্দীনের সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য এম ওয়াকিল উদ্দীন এম.পি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা সেবার মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ করা যায়। চিকিৎসা সেবাকে বাণিজ্য না বানিয়ে সেবার মানসে কাজ করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে। মাদানী হসপিটালের ম্যানেজমেন্টের মনোভাব দেখে আমি আশান্বিত হয়েছি। এ মান ধরে রেখে সেবাপ্রার্থীদের আস্থার ঠিকানা পরিণত হওয়ার প্রতিদান দিতে হবে।