বৈশ্বিক ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড প্রকাশিত ‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস’ তালিকায় টানা ষষ্ঠবারের মতো বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে স্থান পেয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ৯০.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা স্যামসাংয়ের উদ্ভাবনী প্রযুক্তি ও বিশ্বব্যাপী গ্রাহক আস্থার প্রতিফলন।
২০২০ সাল থেকে স্যামসাং এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান, যা ধারাবাহিকভাবে শীর্ষ পাঁচে অবস্থান ধরে রেখেছে। ইন্টারব্র্যান্ডের বিশ্লেষণ অনুযায়ী, স্যামসাংয়ের এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে এর ব্যবসায়িক ইউনিটগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগ।
স্যামসাংয়ের পণ্য যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনে উন্নত এআই প্রযুক্তি ও ‘স্মার্টথিংস’ ইকোসিস্টেম ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের জন্য আরও বুদ্ধিমান, কার্যকর ও পারসোনালাইজড অভিজ্ঞতা তৈরি করেছে।
এছাড়া, গ্যালাক্সি এআই প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে মোবাইল খাতে প্রতিষ্ঠানটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। স্যামসাং এ বছর প্রায় ৪০ কোটি ডিভাইসে গ্যালাক্সি এআই চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে।
স্যামসাং বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের ক্রেতাদের জন্য উন্নত এআই প্রযুক্তি ও উদ্ভাবন পৌঁছে দেওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
