Biz Tech 24 :: বিজ টেক ২৪

পতনের দিনেও আগ্রহের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৬, ২৪ নভেম্বর ২০২১

পতনের দিনেও আগ্রহের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আগের দিনের তুলনায় ৯৫ পয়েন্ট কমেছে। যার ফলে সূচকটি নেমে এসেছে সাত হাজারের নিচে। বর্তমানে প্রধান সূচক ৬ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। সূচকের সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

সূচকের বড় পতনের দিনেও বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ারে। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৯৭ বারে ১০ লাখ ৮০ হাজার ৭৭৮টি শেয়ার লেনদেন করে।

বিনিয়োগকারীদের আগ্রহের দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে ছিলো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- এমআই সিমেন্ট, তশরিফা ইন্ডাস্ট্রিজ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্যাসিফিক ডেনিমস, অগ্নি সিস্টেমস, এনভয় টেক্সটাইল ও সোনালী পেপার লিমিটেড।