ঢাকা     ১৫ নভেম্বর ২০২৫ ||  ১ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আবারও কমলো ১২ কেজি সিলিন্ডারের দাম

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২ নভেম্বর ২০২৫

আবারও কমলো ১২ কেজি সিলিন্ডারের দাম

দেশের বাজারে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার (২ নভেম্বর) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে জানায়, দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত আজ (রবিবার) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামও লিটারে ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়েছিল।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামে সাম্প্রতিক সময়ে পতন হওয়ায় স্থানীয় বাজারে এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।