ঢাকা     ২৩ এপ্রিল ২০২৪ ||  ১০ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

করোনায় ২২ হাজার কোটি মাস্ক রফতানি করেছে চীন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৩১ জানুয়ারি ২০২১

করোনায় ২২ হাজার কোটি মাস্ক রফতানি করেছে চীন

গত বছর বিশ্বব্যাপী ২২ হাজার কোটিরও বেশি মাস্ক রফতানি করেছে চীন। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। রফতানি হওয়া এ সংখ্যা চীনের বাইরে জনপ্রতি ৪০টি মাস্কের সমতুল্য। মূলত নভেল করোনাভাইরাস মহামারী থেকে বাঁচতে সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মাস্ক অপরিহার্য হয়ে ওঠার কারণে চাহিদায় এমন ঊর্ধ্বগতি দেখা গেছে।

২০২০ সালের শুরুর দিকে কভিড-১৯-এর কারণে চীনের অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছিল এবং প্রবৃদ্ধিকেও ক্ষতিগ্রস্ত করেছিল। কিন্তু এর পরও অর্থনৈতিকভাবে দেশটির দ্রুত ঘুরে দাঁড়ানোর পেছনে চালক হিসেবে কাজ করেছে নজিরবিহীন এই মাস্ক রফতানি।

শুক্রবার দেশটির বাণিজ্য উপমন্ত্রী কিয়ান কেমিং সাংবাদিকদের বলেন, মাস্ক ছাড়াও চীন ২৩০ কোটি পিস ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ও ১০০ কোটি টেস্ট কিট রফতানি করেছে, যা বৈশ্বিকভাবে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

চীনের কাস্টমস অফিস জানিয়েছে, কেবল মাস্কের  শিপমেন্ট থেকে এসেছে ৩৪ হাজার কোটি ইউয়ান বা ৫ হাজার ২৬০ কোটি ডলার। অফিসের মুখপাত্র লি কিয়াওয়েন বলেন, যে পরিমাণ মাস্ক রফতানি হয়েছে, তা চীনের বাইরে প্রতিজন মানুষকে ৪০টি করে মাস্ক সরবরাহ করার সমতুল্য। ২০২০ সালে প্রধান অর্থনীতিগুলোর মাঝে একমাত্র চীন প্রবৃদ্ধি দেখেছে।