ঢাকা     ২৮ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

শাখা অফিস খুলতে পারবে ব্রোকারেজ হাউজ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৬, ৩০ ডিসেম্বর ২০২০

শাখা অফিস খুলতে পারবে ব্রোকারেজ হাউজ

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর অবশেষে শাখা অফিস খোলার অনুমোদন পেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অধীন ব্রোকারেজ হাউজগুলো। এর ফলে দেশে এবং দেশের বাইরে শাখা অফিস খুলতে পারবে ব্রোকারেজ হাউজগুলো।

পুঁজিবাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিএসইসির উপ-পরিচালক (রেজিস্ট্রেশন) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক এক্সচেঞ্জের অধীন কমিশন কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত স্টক ব্রোকারেজদের শাখা অফিস খোলা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কমিশনের ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ইস্যুকৃত নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। এর মাধ্যমে ব্রোকারেজ হাউজগুলো শাখা খোলার সুযোগ পেয়েছে।

বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাজারের আকার বাড়ানো ও বিনিয়োগাকারীদের সহজে বিনিয়োগে আনতে ব্রোকারেজ হাউজের শাখা খোলার সুযোগ দেয়া হয়েছে বলে জানানো হয়।