ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

রবি থেকে পদত্যাগ করলেন সিইও মাহতাব উদ্দিন আহমেদ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৮, ৫ আগস্ট ২০২১

আপডেট: ১২:৪৪, ৫ আগস্ট ২০২১

রবি থেকে পদত্যাগ করলেন সিইও মাহতাব উদ্দিন আহমেদ

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবির সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে মাহতাব উদ্দিন আহমেদ তার চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে।

প্রসঙ্গত, মাহতাব উদ্দিন আহমেদ দেশের কোনো বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের প্রথম বাংলাদেশি প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১০ সালের সেপ্টেম্বরে রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগ দেন মাহতাব উদ্দিন আহমেদ। ২০১৪ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৬ সালের মার্চ পর্যন্ত তিনি রবি আজিয়াটার প্রধান পরিচালন কর্মকর্তা (চিফ অপারেটিং অফিসার) ছিলেন। রবি’তে যোগ দেয়ার আগে মাহতাব উদ্দিন আহমেদ ইউনিলিভারে ১৭ বছর কাজ করেছেন। তিনি ইউনিলিভার পাকিস্তান, ইউনিলিভার আরব এবং ইউনিলিভার বাংলাদেশের মতো বিভিন্ন অপারেটিং সংস্থায় ফাইন্যান্স ডিরেক্টর, গ্রুপ ফিনান্সিয়াল কন্ট্রোলারের পদসহ বিভিন্ন বিজনেস ও ফাইন্যান্স লিডারশিপ পদে ছিলেন।