ঢাকা     ১৮ এপ্রিল ২০২৪ ||  ৫ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ডিএসই’র বাজার মূলধনে নতুন ইতিহাস

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৫, ৪ আগস্ট ২০২১

ডিএসই’র বাজার মূলধনে নতুন ইতিহাস

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন উদ্যোগে দেশের পুঁজিবাজারে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। সূচকের সাথে বাজার মূলধনেও নতুন ইতিহাস সৃষ্টি করেছে ডিএসই। জুলাই মাসে বিনিয়োগকারীরা ২০ হাজার কোটি টাকা মূলধন ফিরে পেয়েছে। যা আস্থা বাড়িয়েছে বিনিয়োগকারীদের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জুন মাসের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকায়। আর জুলাই মাসের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২০ হাজার ১২২ কোটি ৬৭ লাখ ২৪ হাজার টাকা বা ৩.২১ শতাংশ ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা। তবে আগস্ট মাসের ৩ তারিখ ডিএসইর বাজার মূলধন ইতিহাস সৃষ্টি করে ৫ লাখ ৪১ হাজার ৫৬২ কোটি ২৫ লাখ ৩১ হাজার টাকায় দাঁড়িয়েছে।

এদিকে জুলাই মাসে ডিএসইর সব সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স জুলাই মাসে ২৭৪.৭৭ পয়েন্ট বা ৪.৪৭ শতাংশ বেড়ে ছয় হাজার ৪২৫.২৫ পয়েন্ট দাঁড়ায়। জুন মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছয় হাজার ১৫০.৪৮ পয়েন্টে ছিল। জুন মাসের শেষ কার্যদিবস শরিয়াহ সূচক ছিল এক হাজার ৩১৪.৭৫ পয়েন্টে। যা জুলাই মাসে ৮৬.২৯ পয়েন্ট বা ৬.৫৬ শতাংশ বেড়ে এক হাজার ৪০১.০৪ পয়েন্টে দাঁড়ায়।

আর ডিএসই-৩০ সূচক জুলাই মাসে ১১৯.৫০ পয়েন্ট বা ৫.৪১ শতাংশ বেড়ে শেষ কার্যদিবসে দাঁড়ায় দুই হাজার ৩২৭.৮৭ পয়েন্টে। জুন মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছিল দুই হাজার ২০৮.৩৭ পয়েন্টে।