ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৭, ২ আগস্ট ২০২১

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে ১১টি কোম্পানির শেয়ারের বিক্রেতা উধাও হয়ে যায়। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল, মেট্রো স্পিনিং, তাওফিকা ফুডস, ইনডেক্স অ্যাগ্রো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, প্যাসিফিক ডেনিমস, এএফসি অ্যাগ্রো, আরএসআরএম স্টিল, বিবিএস ও গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আজ বেলা ১টা পর্যন্ত এমারেল্ড অয়েলের স্ক্রিনে ৩ লাখ ৩১ হাজার ৬৩৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে মেট্রো স্পিনিয়ের  স্ক্রিনে ২৮ লাখ ৩ হাজার ৮৫৭টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা  দরে লেনদেন হয়। শেষ কর্মদিবসে এই শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ১০ পয়সা।

একই সময়ে তাওফিকা ফুডস, ইনডেক্স অ্যাগ্রো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, প্যাসিফিক ডেনিমস, এএফসি অ্যাগ্রো, আরএসআরএম স্টিল, বিবিএস ও গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও ছিলোনা কোনো বিক্রেতা।