ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এনআরবিসি ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫০, ২ আগস্ট ২০২১

এনআরবিসি ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‌‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার থেকে কোম্পানিটি ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত সময়ে সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

এর আগে ব্যাংকটি ২০২০ জানুয়ারি-সেপ্টেম্বর এই নয় মাসে মুনাফা করেছে ১৪০ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা। এতে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা।

ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ব্যাংকটি ১২০ কোটি টাকা সংগ্রহ করে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।