ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইভ্যালিতে যমুনার বিনিয়োগ; পারবে কি ক্রেতাদের আস্থা ফেরাতে!

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯, ২৮ জুলাই ২০২১

আপডেট: ১২:৪৯, ২৮ জুলাই ২০২১

ইভ্যালিতে যমুনার বিনিয়োগ; পারবে কি ক্রেতাদের আস্থা ফেরাতে!

দেনায় জর্জরিত ও অনলাইন ক্রেতাদের আস্থার সংকটে পড়া দেশীয় ই-কমার্স স্টার্টআপ ইভ্যালিতে বড়  বিনিয়ােগের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় যমুনা শিল্পগ্রুপ।

ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়ােগ করতে যাচ্ছে যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়ােগ করবে তারা। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মােট এক হাজার কোটি টাকা বিনিয়ােগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

সম্প্রতি বাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রাহকের কাছ থেকে অগ্রিম ২১৪ কোটি টাকা এবং মার্চেন্টদের থেকে বাকিতে পণ্য বাবদ ১৯০ কোটি টাকা নিয়েছে ইভ্যালি। সব মিলিয়ে এই প্রতিষ্ঠানের কাছে ৪০৪ কোটি টাকা থাকার কথা থাকলেও আছে মাত্র ৬৫ কোটি টাকা। হদিস নেই ৩৩৯ কোটি টাকার। প্রতিষ্ঠানটি কিভাবে এই ঘাটতি কাটিয়ে উঠবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় ইভ্যালি থেকে পণ্য ক্রয় করা গ্রাহকরা। একইসঙ্গে পাওনা টাকা তুলতে বিপাকে পড়ে মার্চেন্টগুলোও। 

সেসময় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মােহাম্মদ রাসেল বলেছিলেন, টাকা পাচার বা আত্মসাৎ করেনি তার প্রতিষ্ঠান। ব্যবসার উন্নয়ন খাত, ডিসকাউন্টে পণ্য বিক্রি এবং বেতন-ভাতা দেয়ায় অর্থ ব্যয় হয়েছে।

মূলধনে ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, তিন খাতে অর্থ ব্যয়ের জন্য ঘাটতি হয়েছে, যা পূরণ করতে অংশীদার খোঁজা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৪ জুলাই) রাতে ফেসবুক লাইভে এসে ব্যবসা বাঁচাতে সুযোগ দেওয়ার আকুতি জানিয়েছিলেন ইভ্যালির সিইও। তিনি বলেন, ইভ্যালি বন্ধ করা কোনো সমাধান না। কোনো প্রতিষ্ঠানই বন্ধ করে ইনভেস্টমেন্ট ফেরত আনা সম্ভব নয়। আমাদের ব্যবসা করার সুযোগ দিন, আমরা কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেব না।

অবশেষে স্বস্তির বাতাস মিললো। ইভ্যালির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলো যমুনা গ্রুপ। এই বিনিয়োগের ফলে যেন নতুন জীবন পেলো মোহাম্মদ রাসেলের ইভ্যালি। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ইভ্যালির শুভাকাঙ্ক্ষিদেরও। কিন্তু ক্রেতাসাধারণের সংশয় এখনো কাটেনি। 

ক্রেতাদের অভিযোগ, ৪৫ দিনে পণ্য ডেলিভারির কথা থাকলেও মাসের পর মাস কেটে যায়। কিন্তু পণ্য আর আসে না। আর টাকা রিফান্ডেও কৌশলের আশ্রয় নেয় ইভ্যালি। পোস্ট ডেটেড চেক দিয়ে গ্রাহকের টাকা মাসের পর মাস আটকে রাখে প্রতিষ্ঠানটি। 

যমুনা গ্রুপের বিনিয়োগের কথা জানিয়ে মােহাম্মদ রাসেল বলেন, পুরানাে অর্ডার যেগুলাে পেন্ডিং সেগুলাের ডেলিভারীর ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রায়ােরিটি দিচ্ছি, প্রয়ােজনে আমরা আরাে বিনিয়ােগ এর ব্যবস্থা করব।

বাংলাদেশের সব থেকে বড় অফলাইন মার্কেটপ্লেস যমুনা ফিউচার পার্ক আর সম্ভাবনাময় অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালির যুগলবন্দী কেমন হয় সেটাই দেখার অপেক্ষায় গ্রাহকরা। 

র‌্যাংস এফসি প্রোপার্টিজের সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, ইভ্যালিকে এখন প্রমাণ করতে হবে তাদের ব্যবসা কোনো পঞ্জি স্ক্রিম নয় বরং সত্যিকার পুজি নিয়ে তারা একটা সৎ এবং বাস্তবসম্মত বিজনেস মডেল উপহার দিতে সক্ষম । বাস্তবসম্মত বলতে সাসটেইনেবল মডেলের কথা বলছি।

তিনি আরও বলেন, তাছাড়া দীর্ঘ সময় পরেও তারা যেসকল অর্ডার ডেলিভার করতে পারেনি সেই অর্ডার প্রায়োরিটিতে ডেলিভার করে তারা প্রমাণ দিক তাদের ব্যবসায়ীক নৈতিকতার। পণ্যের পরিবর্তে পোস্ট ডেটেড চেক দেয়ার ভুল বিজনেস কালচার থেকে বের হয়ে এসে সত্যিকার একটা ইকমার্স সাইট হয়ে উঠুক!