ঢাকা     ১৯ এপ্রিল ২০২৪ ||  ৬ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মাত্র ১৮ কর্মদিবসে দর বেড়েছে ৩৯০ শতাংশের বেশি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৭, ১১ জুলাই ২০২১

মাত্র ১৮ কর্মদিবসে দর বেড়েছে ৩৯০ শতাংশের বেশি

চাঙ্গা বাজারে প্রায় প্রতিদিনই বিক্রেতা শুন্য হয়ে হল্টেড হচ্ছে বেশ কিছু কোম্পানির শেয়ার। এর মধ্যে বেশি মনোযোগ কেড়েছে চারটি প্রতিষ্ঠান। ওটিসি থেকে মূল মার্কেটে ফেরার পর গত ১৮ কর্মদিবসে এই ৪ কোম্পানির শেয়ারগুলোর দর বেড়েছে প্রায় ২০০ থেকে ৩৯০ শতাংশের বেশি।

অস্বাভাবিকভাবে দর বৃদ্ধি হওয়া কোম্পানিগুলো হচ্ছে- তমিজ উদ্দিন টেক্সটাইল, পেপার প্রোসেসিং, বিডি মনোস্পুল পেপার এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৩ জুন কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করে। ওই সময় তমিজ উদ্দিন টেক্সটাইল ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন শুরু করে। গত ৮ জুন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৬৪ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৮ কর্মদিবসে শেয়ারটির দর ৫১ টাকা ৭০ পয়সা বা ৩৯১.৬৬ শতাংশ বেড়েছে।

একই সময়ে পেপার প্রোসেসিং ডিএসইতে ১৭ টাকা ৬০ পয়সায় লেনদেন শুরু করে। গত ৮ জুন শেয়ারটি সর্বশেষ ৮৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। অর্থাৎ মাত্র ১৮ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬৯ টাকা ৫০ পয়সা বা ৩৯৪ শতাংশ।

অন্যদিকে বিডি মনোস্পুলের দর ১১৩ টাকা ৭০ পয়সা বা ২০৬.৭২ শতাংশ এবং মুন্নু ফেব্রিক্সের ১৪ টাকা ৫০ পয়সা বা ২৩১ শতাংশ দর বেড়েছে।

যদিও কোম্পানিগুলোর এমন অস্বাভাবিক দর বাড়ার কারণ সম্পর্কে ডিএসই জানতে চেয়ে চিঠি পাঠালে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয় কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারগুলোর দর বাড়ছে।