ঢাকা     ১৯ এপ্রিল ২০২৪ ||  ৫ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে কাল থেকে লেনদেনের নতুন সময়

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৩, ৭ জুলাই ২০২১

পুঁজিবাজারে কাল থেকে লেনদেনের নতুন সময়

সরকার ঘোষিত কঠোর লকডাউনে পুঁজিবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে ২টা পর্যন্ত লেনদেন চলবে। নতুন এই সময়সূচি বহাল থাকবে ১৪ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময়সূচি অনুসারে, সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে বেলা ২টা পর্যন্ত। বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা ১ পর্যন্ত চলছে। ব্যাংকে লেনদেনের সময় বাড়ানোয় এর সাথে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

বর্ধিত লকডাউনে লেনদেনের সময় বাড়লেও বর্তমান সপ্তাহের মতো আগামী সপ্তাহেও রোববার লেনদেন বন্ধ থাকবে। কারণ করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমিয়ে আনতে ব্যাংক লেনদেন রোববার বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক।