ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৫ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সপ্তাহজুড়ে আগ্রহের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৭, ৩ জুলাই ২০২১

আপডেট: ১৭:০৮, ৩ জুলাই ২০২১

সপ্তাহজুড়ে আগ্রহের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে অলিম্পিক এক্সেসরিজ এর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৪৪ দশমিক ৬৬ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪৩ দশমিক ৯৪ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ২৪ দশমিক ৫০ শতাংশ, ন্যাশনাল টি’র ২০ দশমিক ৩৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৮ দশমিক ৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৮ দশমিক ৫২ শতাংশ, এটলাস বাংলাদেশের ১৫ দশমিক ০৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৪ দশমিক ০৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ দশমিক ৫২ শতাংশ এবং মতিন স্পিনিংয়ের শেয়ার দর বেড়ছে ১১ দশমিক ৫১ শতাংশ।