ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৫ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দুর্বল কোম্পানির আধিপত্য, ঝুঁকিতে সাধারণ বিনিয়োগকারীরা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৬, ২৮ জুন ২০২১

দুর্বল কোম্পানির আধিপত্য, ঝুঁকিতে সাধারণ বিনিয়োগকারীরা

দুর্বল মৌলভিত্তির ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের দাম বাড়ার শীর্ষে থাকায় ঝুঁকিতে রয়েছেন এসব কোম্পানীর শেয়ার কেনা বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার হল্টেড হওয়া ৭ কোম্পানির মধ্যে ৬টিই জেড ক্যাটাগরির। এদিন লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে কোম্পানিগুলোর শেয়ার মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু ফেব্রিক্স, সাভার রিফ্যাক্ট্ররিজ, জিলবাংলা সুগার, বিডি মনোস্পুল, জুট স্পিনার্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ২৪ মিনিট পর্যন্ত সাভার রিফ্যাক্ট্ররিজের স্ক্রিনে ১২ হাজার ৮২৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৬৮ টাকা।

এদিকে একই সময়ে জিলবাংলা সুগার মিলের স্ক্রিনে ৭  হাজার ৪১৩টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৯ টাকা দরে লেনদেন হয়।  গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৯০ টাকা।

একই সময়ে বিডি মনোস্পুল, জুট স্পিনার্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স ও শ্যামপুর সুগার মিলস লিমিটেডের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা ছিলো না।

শেয়ারবাজার বিশেষজ্ঞরা জানান, ‘জেড’ ক্যাটাগরির শেয়ার মানেই অনেক দুর্বল কোম্পানী। যেকোনো সময় এসব প্রতিষ্ঠানের শেয়ারে ধ্স নামবে। তখন সাধারণ বিনিয়োগকারীরা তাদের সর্বস্ব হারাবেন।