ঢাকা     ২৬ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অবশেষে স্পেসএক্সের স্টারশিপ রকেটের সফল অবতরণ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ৬ মে ২০২১

অবশেষে স্পেসএক্সের স্টারশিপ রকেটের সফল অবতরণ

চারবার ব্যর্থ চেষ্টার পর অবশেষে বুধবার সফলভাবে অবতরণ করেছে ইলন মাস্কের স্পেসএক্স স্টারশিপ রকেট। পরপর চারবার ব্যর্থতার মুখ দেখার পর এলো এই সাফল্য। চারবারই রকেটে আগুন লেগে গেছিল।

স্টারবেস ফ্লাইট কন্ট্রোল জানিয়েছে, "আমরা নীচে নেমেছি, স্টারশিপ অবতরণ করেছে," স্পেসএক্সের অধ্যক্ষ ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার জন ইন্সপেক্টর ফ্লাইটটির সরাসরি মন্তব্য করার সময় বলেছিলেন।

স্টারশিপের স্টেইনলেস স্টিলের রকেট এসএন১৫ গালফ অফ মেক্সিকোর ১০ কিলোমিটার উপরে উঠে তারপর ফিরে এসে ল্যান্ড করে। ছয় মিনিটের এই উড়ান সফল।

তবে ল্যান্ডিংয়ের পর বেস-এ ছোট আগুন ধরেছিল। তবে স্পেসএক্সের ব্যাখ্যা এটা একেবারেই কোনো অস্বাভাবিক বিষয় নয়। মিথেন ফুয়েলকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেখানে এটা হতে পারে। ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টুইট করে বলেছেন, স্টারশিপের ল্যান্ডিং স্বাভাবিক ছিল।

গত মাসে নাসা স্পেসএক্সের সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে। তারা স্পেসএক্সের স্টারশিপ করে চাঁদে মহাকাশচারীদের পাঠাবে।

মাস্ক চাইছেন, সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য সুপার হেভি রকেটে করে স্টারশিপকে পাঠাতে। সেই রকেট আবার ব্যবহার করা যাবে। তিনি চাঁদে ও মঙ্গলে মানুষও পাঠাতে চান। মঙ্গলে কলোনি তৈরি করতে চান। চাঁদে একটি লুনার স্টেশনও তৈরি করবেন তিনি।