ঢাকা     ২৩ এপ্রিল ২০২৪ ||  ১০ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চাহিদার শীর্ষে কেন বার্জার পেইন্টসের শেয়ার?

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:২১, ১৩ মার্চ ২০২১

চাহিদার শীর্ষে কেন বার্জার পেইন্টসের শেয়ার?

দেশের পুঁজিবাজারে গেল সপ্তাহ বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস। ফলে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে।

ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৫ দশমিক ৯৬ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ২৪৮ টাকা ৫০ পয়সা। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম ১২০ টাকা ৩০ পয়সা কমেছে। এই দরপতন না হলে বহুজাতিক এ কোম্পানিটির শেয়ার দামে আরো বড় উত্থান হতো।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের দৈনিক লেনদেন হয় ১১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ২০০ টাকা, যা সপ্তাহ শেষে এসে দাঁড়ায় ৫৭ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার টাকা। বহুজাতিক এই কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় এক হাজার ৮০৫ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির লেনদেন আগের কার্যদিবস থেকে ১২০ টাকা ৩০ পয়সা বা ছয় দশমিক ২৫ শতাংশ কমে লেনদেন হয়।

শেষদিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ এক হাজার ৯৩০ টাকায় এবং সর্বনিম্ন এক হাজার ৮০৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির মোট ১০ কোটি টাকারও বেশি শেয়ার হাতবদল হয়। আট হাজার ৯৩১ কোটি টাকা বাজার মূলধনের এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন আছে ৪৬ কোটি ৩০ লাখ টাকা।

২০০৬ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির পুঁজিবাজারে এ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। গত বছর ২০২০ সালে এ কোম্পানিটি ২৯৫ শতাংশ নগদ বোনাস দেয়। তার আগের বছর দিয়েছিল ২৫০ শতাংশ। ২০১৮ সালে ২০০ শতাংশ নগদের সঙ্গে ১০০ শতাংশ শেয়ার বোনাস দেয় কোম্পানিটি। এ বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্যমতে, কোম্পানিটির মোট শেয়ারের ৯৫ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক উদ্যোক্তাদের কাছে তিন দশমিক শূন্য ৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে এক দশমিক ৩৮ শতাংশ শেয়ার।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা মনে করেন, টানা কয়েক বছর ধরে ভালো লভ্যাংশ দিচ্ছে বার্জার পেইন্টস। এ কারণে এবারও ভালো লভ্যাংশের আশায় ক্রয় চাপ বেড়ে গেছে। তাই চাহিদার শীর্ষে ছিলো প্রতিষ্ঠানটি।

দাম বাড়ার শীর্ষ তালিকায় বার্জার পেইন্টসের পরেই রয়েছে রহিমা ফুড কর্পোরেশন। গেল সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৫ দশমিক ৫৫ শতাংশ। ১৫ দশমিক ৩৫ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার। এর পরের অবস্থানে রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার, আনলিমা ইয়ার্ন, স্যালভো কেমিক্যাল, এস.এস স্টিল, বিডি ফিন্যান্স ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।