ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৯, ৯ মার্চ ২০২১

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে পাঁচ টাকা ৩৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল এক টাকা ১৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ২৬ টাকা ৬২ পয়সা। আগের বছর ছিল ২১ টাকা ৮৩ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে দুই টাকা ৭৪ পয়সা। আগের বছর ছিল ৫১ পয়সা।

আগামী ৩ মে, ২০২১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে পয়লা এপ্রিল, ২০২১। উল্লেখ্য, ২০১৯ হিসাববছরে কোম্পানিটি দুই শতাংশ বোনাস ও দুই শতাংশ নগদ মিলিয়ে চার শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।