ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৫ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

১৮ জিবি র‍্যামের স্মার্টফোন রেডম্যাজিক

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ৭ মার্চ ২০২১

আপডেট: ১৫:৪৭, ৭ মার্চ ২০২১

১৮ জিবি র‍্যামের স্মার্টফোন রেডম্যাজিক

বিশ্বের প্রথম ১৮ জিবি র‍্যামের গেমিং স্মার্টফোন হিসেবে যৌথভাবে বাজারে নিয়ে এলো টেনসেন্ট গেমস এবং নুবিয়া।  রেডম্যাজিক ৬ এবং রেড ম্যাজিক ৬ প্রো মডেলের স্মার্টফোন দুটি ৫জি সমর্থন করে। 

৬ দশমিক ৮ ইঞ্চি এ স্মার্টফোন দুটির ডিসপ্লেতে থাকছে ফুল এইচডি+ অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৬৫হার্টজ এবং স্মার্টফোন দুটির ডিসপ্লে রেজল্যুশন ১০৮০x২৪০০ পিক্সেল। স্মার্টফোন দুটিতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসংবলিত রেডম্যাজিক ৬ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসংবলিত রেড ম্যাজিক ৬ প্রো মডেলের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য এ ফোন দুটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেই সঙ্গে দুটি ডিভাইসেই রয়েছে এনএফসি, ৩.৫মিমি হ্যাডফোন জ্যাক, ব্লুটুথ ৫.১ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

চীনের বাজারে রেড ম্যাজিক ৬ স্মার্টফোনটির ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩৭৯৯ ইউয়ান, ১২/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪০৯৯ ইউয়ান এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৩৯৯ ইউয়ান। সেই সঙ্গে রেড ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনটির ১৬/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৫৫৯৯ ইউয়ান এবং ১৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৬৫৯৯ ইউয়ান। স্মার্টফোন দুটি চীনের বাজারে পাওয়া যাবে ১১ মার্চ এবং বিশ্ববাজারে পাওয়া যাবে ১৬ মার্চ থেকে।