ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সোনালী আঁশের মুনাফায় বড় ধস

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৫, ৪ মার্চ ২০২১

সোনালী আঁশের মুনাফায় বড় ধস

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের মুনাফায় ধস নেমেছে। আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমে পাঁচ ভাগের এক ভাগে নেমে গেছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সোনালী আঁশ শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৩ পয়সা। অর্থাৎ অর্ধ-বার্ষিক হিসাবে শেয়ার প্রতি মুনাফা কমেছে ৯৭ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় কমেছে। ২০২০ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৫ টাকা ৭৯ পয়সা, যা ২০১৯ সালের ডিসেম্বর শেষে ছিল ২২৭ টাকা ১৪ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ২০২০ সালের জুলাই-ডিসেম্বর সময়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৫ টাকা ৬৩ পয়সা।