ঢাকা     ২০ এপ্রিল ২০২৪ ||  ৭ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

৫২ শতাংশ লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৯, ১৯ ডিসেম্বর ২০২০

৫২ শতাংশ লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মসিউটিক্যালস লিমিটেড, জুন ৩০, ২০২০ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তার শেয়ারহোল্ডারদের জন্য ৫২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এরমধ্যে ৪৭  শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়া হবে।

১৫ ডিসেম্বের স্কয়ার ফার্মসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে ৫৪তম বার্ষিক সাধারন সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন,স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও এস. এম. রেজাউর রহমান, হেড অফ একাউন্টস এন্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গির আলম  এবং কোম্পানী সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।