ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৫ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মাত্র ১০ হাজার টাকায় ট্রিপল ক্যামেরার ফোন আনলো স্যামসাং

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ৯ জানুয়ারি ২০২১

আপডেট: ১৬:২৯, ৯ জানুয়ারি ২০২১

মাত্র ১০ হাজার টাকায় ট্রিপল ক্যামেরার ফোন আনলো স্যামসাং

মধ্যবিত্তের মন কাড়তে ভারতে লঞ্চ হল Samsung Galaxy M02s। মাত্র দশ হাজার টাকার এই ফোনটিতে ৫০০০ mAh ব্যাটারি রয়েছে। যা ১৫ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেবে।

ট্রিপল ক্যামেরা সেটআপে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এরসঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার f/2.2। ক্যামেরায় থাকছে ISO control, auto flash, digital zoom, HDR।  

ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 SoC। স্মার্টফোনটি চলবে Android 10 এ। এতে থাকছে ৬.৫ ইঞ্চি স্ক্রিন। যার রেজোলিউশন (720x1,560 pixels)। HD+ waterdrop-style notch TFT LCD ডিসপ্লে থাকছে। যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯।

ভারতে ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম  ৮,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। কালো, নীল ও লাল রঙে পাওয়া যাবে।