ঢাকা     ১৮ এপ্রিল ২০২৪ ||  ৫ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

লকডাউনে চলাচলে যেভাবে নিবেন ‘মুভমেন্ট পাস’

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ১৩ এপ্রিল ২০২১

আপডেট: ১৪:২১, ১৩ এপ্রিল ২০২১

লকডাউনে চলাচলে যেভাবে নিবেন ‘মুভমেন্ট পাস’

করোনাভাইরাস প্রতিরোধে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে মানুষের অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় চলাচল রোধে এবং জরুরি বিশেষ প্রয়োজনে যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ চালু করছে মুভমেন্ট পাসের।

দেশের যেকোনো নাগারিক এ movementpass.police.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে কয়েকটি তথ্য সরবরাহ করে খুব সহজইে এ পাস সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ পুলিশের আইসিটি বিভাগ এই পুরো প্রক্রিয়াটির ব্যবস্থাপনায় রয়েছে।

যেসব কারণে বাইরে যাওয়ার অনুমতি পাওয়া যাবে সেগুলো হচ্ছে, মুদি মালামাল কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধ কেনা, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা এবং অন্যান্য কারণের কথা উল্লেখ করা হয়েছে।

movementpass.police.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে মুভমেন্ট পাসের আবেদন বাটনে ক্লিক করলে আবেদনকারীর মোবাইল নম্বর চাওয়া হবে। মোবাইল নম্বর  দেয়ার পর ওই নম্বরে একটি ওটিপি বা ক্ষুদে বার্তায় চার অঙ্কের একটি নম্বর চলে আসে। এই নম্বরটি দিলে মুভমেন্ট পাসের আবেদন করার জন্য একটি পেইজ আসবে যেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে।

মুভমেন্ট পাসের আবেদনের জন্য আবেদনকারীর নাম, লিঙ্গ, বয়স, ছবি, পরিচয়পত্র ছাড়াও কোন থানা এলাকা থেকে কোন থানা এলাকায় যাবেন, যাওয়ার কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাসের মেয়াদ শেষের তারিখ ও সময় ইত্যাদি তথ্য সন্নিবেশিত করতে হয়।

যাওয়া এবং আসার জন্য আলাদা আলাদা পাসের জন্য আবেদন করতে হবে। এছাড়া প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে এবং একটি পাস একবারই ব্যবহার করা যাবে। এই পাসটি মোবাইল ফোনেই পাঠানো হবে।

এই পাসে আপনি কতবার পাস নিয়েছেন, আপনার বয়স, আইডি নম্বর, মোবাইল নম্বর, আপনার পাস নেয়ার কারণ, বের হয়ে জরুরী কাজ শেষ হতে কত সময় লাগবে ইত্যাদি তথ্য দেয়া থাকবে।