ঢাকা     ২৪ এপ্রিল ২০২৪ ||  ১১ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছে রবি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২১

বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছে রবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে ছিলো। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.২৮ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৪৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার  টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ৭ লাখ ২ হাজার টাকা।

দর হারানোর তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১০.১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, মীর আখতার হোসাইন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও আল-আরফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।