ঢাকা     ২০ এপ্রিল ২০২৪ ||  ৬ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আরো দুই বছর আইসিটি বিভাগে থাকছেন সিনিয়র সচিব জিয়াউল

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪২, ২১ জানুয়ারি ২০২১

আরো দুই বছর আইসিটি বিভাগে থাকছেন সিনিয়র সচিব জিয়াউল

আগামী ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা থাকলেও চুক্তি ভিত্তিক আরো দুই বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব থাকছেন এন এম জিয়াউল আলম।

বৃহস্পতিবার পিআরএল ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে জিয়াউল আলমকে আরো দুই বছরের জন্য চুক্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে এ সংক্রান্ত সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।

এন এম জিয়াউল আলম সিভিল সার্ভিসের বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তিনি সিনিয়র সচিব হন।